ᱪᱷᱟᱸᱪ:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/doc
This is a documentation subpage for ᱪᱷᱟᱸᱪ:স্বয়ংক্রিয় সংগ্রহশালা. It contains usage information, categories and other content that is not part of the original ᱪᱷᱟᱸᱪ page. |
এই টেমপ্লেটটি মূলত স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন আলোচনা সংগ্রহশালায় স্থানান্তরের জন্য ব্যবহৃত হবে। টেমপ্লেটটি কোনো পাতায় যুক্ত করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত হওয়া আলোচনা পাতা-য় যুক্ত হয়ে যাবে।
পরামিতি
[ᱯᱷᱮᱰᱟᱛ ᱥᱟᱯᱲᱟᱣ]current-index
: (আবশ্যক)|archive-format=বর্ধিত
: সর্বশেষ বর্তমান সংগ্রহশালাটিতে যে সময় থেকে আলাপগুলো রয়েছে সে সময়কার<শুরুর চার অঙ্কে বছর><শুরুর দুই অঙ্কে মাসের ক্রম><যে পর্যন্ত তার চার অঙ্কে বছর><যে পর্যন্ত তার দুই অঙ্কে মাসের ক্রম>
। অর্থাৎ যদি আপনার বর্তমান সংগ্রহশালাটি/সংগ্রহশালা/২০১৬-০৮
হয়ে থাকে এবং সেই পাতাটিতে ১২ই মে ২০১৬ থেকে ১৪ই সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত বার্তাসমূহের সংকলন থেকে থাকে তবে এর মান201605201809
দিন। স্বাভাবিকভাবে এটি বর্তমান সময়ের মান হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ202411202411
ব্যবহৃত হবে।- অন্যথায় বর্তমান সংগ্রহশালার ক্রম। আপনার যদি ইতোমধ্যে কোন সংগ্রহশালা না থাকে তবে
1
দিন। আপনার যদি ইতোমধ্যে সংগ্রহশালা থেকে থাকে, তবে বর্তমান সংগ্রহশালার ক্রম দিন। যেমন বর্তমানে আপনার আলাপসমূহের সংগ্রহশালা/সংগ্রহশালা ৩
পর্যন্ত থাকলে, এর মান3
দিন। এটি আবশ্যিক পূর্ণসংখ্যা হতে হবে।
max-day
:ন্যূনতম কতদিন পুরনো হলে বট সংগ্রহশালায় আলোচনা স্থানান্তরিত করবে। এটি অবশ্যই একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হবে। কিছু দেয়া না থাকলে স্বয়ক্রিয়ভাবে এর মান14
ধরে নেয়া হবে।archive-link
: সংগ্রহশালার সূচীপত্র পাতার সংযোগ। অর্থাৎ যে পাতায় সকল সংগ্রহশালা পরিভ্রমণ করার জন্য তালিকা রয়েছে। স্বাভাবিকভাবে/সংগ্রহশালা
উপপাতায় এটি থাকে। [টীকা ᱑]archive-size
: সংশ্লিষ্ট সংগ্রহশালা পাতার সর্বোচ্চ আকার। অর্থাৎ কত বাইট পূর্ণ হলেই বট নতুন করে আরেকটি সংগ্রহশালা পাতা তৈরি করবে। বিশেষ প্রয়োজন ব্যতীত এর স্বাভাবিক মান250000
পরিবর্তনের প্রয়োজন নেই। যদিarchive-month
কিংবা/ওarchive-day
পরিবর্তন করা হয় তবে এটি আর প্রযোজ্য হবে না। অর্থাৎ সেক্ষেত্রে এর মান ধর্তব্য নয়। (কৌশলগতভাবে এর মান অসীম হয়ে যাবে)archive-pattern
: সংগ্রহশালার শিরোনাম গঠনের জন্য প্রদত্ত বিন্যাস (বিন্যাসের জন্য নিচে দেখুন)। সাধারণভাবে আপনি যদি$
ব্যবহার করেন (উদাহরণarchive-pattern =/সংগ্রহশালা/$
), বট$
স্থলে
ক্রমবাচক সংখ্যা
প্রতিস্থাপন করে শিরোনাম গঠন করবে। স্বাভাবিকভাবে এটির মান হল /সংগ্রহশালা $
অর্থাৎ প্রথম সংগ্রহশালার শিরোনাম /সংগ্রহশালা ১
, তার পরবর্তী /সংগ্রহশালা ২
প্রভৃতি[টীকা ᱑]
on-subpage
: লক্ষ্য পাতাগুলো যদি সংশ্লিষ্ট আলোচনা পাতার উপপাতা না হয়, তাহলে এই পরামিতির মাননা
দিন। অন্যথায় এটি এড়িয়ে যান। অর্থাৎ ধরুন, আলোচনা পাতার শিরোনাম আলাপ:ক। কিন্তু সংগ্রহশালা তৈরি হবে আলাপ:খ পাতায়। এক্ষেত্রে এর মাননা
দিন কারণ আলাপ:খ আলাপ:ক এর উপপাতা নয়। কিন্তু যদি সংগ্রহশালা আলাপ:ক/সংগ্রহশালা-এ জাতীয় হয় তবে এটি এড়িয়ে যান। কারণ আলাপ:ক/সংগ্রহশালা, আলাপ:ক এর উপপাতা। এই পরামিতির মাননা
হলে অবশ্যই সকল প্রকার সংযোগে পূর্ণ শিরোনাম দিন। অন্যথায় /উপপাতা আকারে দিন।archive-format
:সংগ্রহশালা বিন্যস্ত করার পদ্ধতি। এর স্বাভাবিক মানআদর্শ
। অন্যান্য ব্যবহারের জন্য ছক দেখুন।archive-month
: কোন কোন মাসে সংগ্রহশালা তৈরি করা হবে।1
দ্বারা জানুয়ারি মাসকে ক্রমাঙ্কিত করা হয়। একাধিক মাস নির্দিষ্ট করতে,
(কমা) ব্যবহার করে আলাদা করুন। অর্থাৎ যদি জানুয়ারি ও জুন মাসে সংগ্রহশালা তৈরি করতে চান, তবে1,6
(জানুয়ারি প্রথম ও জুন ৬ষ্ঠ মাস বলে)।- এই পরামিতিতে কোনো মান প্রদান করলে অবশ্যই
archive-day
পরামিতি প্রদান করুন। অন্যথায় প্রদত্ত মাসের প্রত্যেকদিন নতুন একটি সংগ্রহশালা তৈরি করা হবে। - আপনি যদি এই সেটিংটি এড়িয়ে যান তবে
archive-size
কার্যকর হবে। অন্যদিকে এই সেটিংটি প্রদান করলেarchive-size
প্রদান সত্ত্বেও কাজ করবে না।
- এই পরামিতিতে কোনো মান প্রদান করলে অবশ্যই
archive-day
: সংগ্রহশালা তৈরির জন্য নির্দিষ্ট কিছু মাসের (archive-month
দেখুন) দিন নির্দিষ্ট করে দেয়ার জন্য এটি ব্যবহৃত হবে। নির্ধারিত থাকলে এই দিনই কেবল নতুন আরেকটি সংগ্রহশালা তৈরি করা হবে। এর মান হবে উক্ত তারিখের মান; যেমন মাসের ১ তারিখে সংগ্রহশালা তৈরি করতে চাইলে এর মান হবে1
। কোনো নির্দিষ্ট না করতে এটি এড়িয়ে যান।বার্তা-প্রদর্শন = না
: যদি আপনি টেমপ্লেট দ্বারা উপরের ব্যানারটি না দেখতে চান তবে "বার্তা-প্রদর্শন = না" লিখুন।
ছক
[ᱯᱷᱮᱰᱟᱛ ᱥᱟᱯᱲᱟᱣ]archive-format |
archive-pattern এ উপলব্ধ শব্দচাবি
|
---|---|
আদর্শ (স্বাভাবিক) |
$ : এটি মূলত সাধারণ ক্রম ১,২,৩,.... বোঝা। অর্থাৎ পূর্বের সংগ্রহশালার নাম যদি /সংগ্রহশালা ১ হয় তবে পরবর্তী সংগ্রহশালার নাম হবে /সংগ্রহশালা ২
|
বর্ধিত |
$ : পূর্বের ন্যায়
|
m1 :যে মাস থেকে এই সংগ্রহশালায় বার্তা সংকলিত হচ্ছে সে মাসের ক্রম।
| |
y1 :যে বছর থেকে এই সংগ্রহশালায় বার্তা সংকলিত হচ্ছে সে বছর।
| |
m2 :যে মাস পর্যন্ত এই সংগ্রহশালায় বার্তা সংকলিত হয়েছে সে মাসের ক্রম।
| |
y2 :যে মাস পর্যন্ত এই সংগ্রহশালায় বার্তা সংকলিত হচ্ছে সে বছর।
|
ব্যবহার
[ᱯᱷᱮᱰᱟᱛ ᱥᱟᱯᱲᱟᱣ]এটি অবশ্যই আলোচনা পাতার সবার উপরে (ভূমিকাংশে) থাকবে
- স্বাভাবিক সকল সেটিং বজায় রাখতে নিম্নোক্ত বিন্যাসে ব্যবহার করুন (মানক)।
{{স্বয়ংক্রিয় সংগ্রহশালা |current-index=1 }}
(পরামর্শকৃত)
{{স্বয়ংক্রিয় সংগ্রহশালা |max-day=14 |current-index = 1 |archive-size = 150000 |বার্তা-প্রদর্শন=না }}
- প্রতি বছর জানুয়ারি ও জুন মাসের ১ তারিখের জন্য ব্যবহার করুন:
{{স্বয়ংক্রিয় সংগ্রহশালা |archive-month = 1,6 |archive-pattern = /সংগ্রহশালা/y1/m1-m2 |archive-day=1 |archive-format=বর্ধিত }}
- সকল পরামিতিসহ ব্যবহারের জন্য:
{{স্বয়ংক্রিয় সংগ্রহশালা |max-size= |archive-link= |archive-month= |archive-day= |archive-pattern= |max-day = |archive-format= |বার্তা-প্রদর্শন= }}
টীকা
[ᱯᱷᱮᱰᱟᱛ ᱥᱟᱯᱲᱟᱣ]টেমপ্লেটডাটা
[ᱯᱷᱮᱰᱟᱛ ᱥᱟᱯᱲᱟᱣ]স্বয়ংক্রিয় সংগ্রহশালা তৈরির প্রয়োজনীয় পরামিতি
Parameter | Description | Type | Status | |
---|---|---|---|---|
পুরনো (দিন) | max-day | কত দিন পুরনো হলে সংগ্রহশালায় স্থানান্তরিত হবে
| Number | suggested |
ক্রম | current-index | বর্তমান সংগ্রহশালার ক্রম
| Number | required |
আলোচনার আকার | max-size | ন্যুনতম কত বাইট হওয়া পর্যন্ত আলোচনাটি সংগ্রহশালায় স্থানান্তরিত করা হতে বিরত থাকবে। অনুগ্রহপূর্বক বিশেষ প্রয়োজন না হলে এটি যোগ করবেন না।
| Number | optional |
archive-pattern | archive-pattern | no description | Unknown | optional |
archive-link | archive-link | no description | Unknown | optional |
archive-size | archive-size | no description | Unknown | deprecated |
আরও দেখুন
[ᱯᱷᱮᱰᱟᱛ ᱥᱟᱯᱲᱟᱣ]বিষয়শ্রেণী:সংগ্রহশালা টেমপ্লেট
ᱛᱩᱢᱟᱹᱞ ᱦᱩᱲᱟᱹᱜ:<ref>
tags exist for a group named "টীকা", but no corresponding <references group="টীকা"/>
tag was found